কলেজের অধ্যাপিকার শ্লীলতাহানি এবং তাঁকে মারধর, হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে। বর্ধমান শহরের পীরপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। যদিও আদালত থেকে জামিন পেয়েছেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুরজিৎ দাস। তাঁর বাড়ি বর্ধমান শহরের আনন্দপল্লির কালীতলায়। পীরপুকুরের বাসিন্দা ওই অধ্যাপিকার ব্যক্তিগত গাড়ি চালান তিনি। ওই অধ্যাপিকা বাঁকুড়ার একটি কলেজে অধ্যাপনা করেন। থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, মায়ের অন্তিম ক্রিয়ায় সুরজিৎ তাঁকে নানা ভাবে সাহায্য করেছিলেন। তার পর থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক আরও ‘ঘনিষ্ঠ’ হয়। মাঝে মধ্যেই রাতে তাঁর বাড়িতে থাকতেন সুরজিৎ। কিন্তু গত বছর দুর্গাপুজো থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয় বলে জানান ওই অধ্যাপিকা।