জেলা বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু দিলীপের সঙ্গে দেখা হওয়া তো দূরঅস্ত্, উল্টে তাঁকে দলীয় কর্মীরা প্রায় ঘাড়ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দিয়েছেন বলে অভিযোগ করলেন বর্ধমান যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামী। শুধু তাই নয়, তাঁকে নানাবিধ ভাবে হেনস্থা করা হয়েছে বলেও কাঁদতে কাঁদতে অভিযোগ করতে শোনা গিয়েছে ইন্দ্রনীলকে।
মঙ্গলবার বর্ধমান সদর জেলা বিজেপি-র যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল দলীয় কার্যালয়ে দিলীপের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, সেই সময় পার্টি অফিসে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি দিলীপের সামনেই তাঁকে অন্য কর্মীরা ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেন। এর পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। পরে ইন্দ্রনীল বলেন, ‘‘জেলা সভাপতি তাঁর কিছু পেটোয়া লোককে পদে রেখে দলের ক্ষতি করছেন। আমি অনেক দিন ধরেই সংগঠন করছি। আমার বাড়ি, পরিবার বার বার আক্রান্ত হয়েছে। নির্বাচনের পরে প্রকৃত অর্থে কর্মকর্তা যাঁরা, তাঁদের নিয়েই দলের কাজ শুরু করা উচিত ছিল। কিন্তু এখন তোলাবাজ, চিটিংবাজদের দলে জায়গা দেওয়া হয়েছে।’’