Advertisement
০৬ মে ২০২৪

দু’বাড়ির অশান্তি, জখম ৮

পুলিশ জানায়, গ্রামের দাসপাড়ায় গণেশ দাস ও নিতাই দাসদের বাড়ি। বাড়ি ভাগ হওয়ার পরে সীমানা নিয়ে দু’পক্ষের প্রায়ই অশান্তি হত। বছর পাঁচেক আগে গণেশ দাস বাড়িতে সাবমার্সিবল বসান ও নিকাশি নালা তৈরি করান। তখন থেকে অশান্তি আরও বাড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কেতুগ্রাম শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০১:০৩
Share: Save:

নিকাশি নালার জল বার করা নিয়ে দু’টি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। শনিবার কেতুগ্রামের আগড়ডাঙা গ্রামের ঘটনা। দু’পক্ষই লাঠি, রামদা নিয়ে একে অপরের উপরে চড়াও হয় বলে অভিযোগ। দু’পক্ষের আট জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলা-সহ পাঁচ জনকে প্রথমে কেতুগ্রাম ব্লক হাসপাতালে, পরে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। কেতুগ্রাম থানা জানায়, এই ঘটনায় দু’পক্ষের মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রামের দাসপাড়ায় গণেশ দাস ও নিতাই দাসদের বাড়ি। বাড়ি ভাগ হওয়ার পরে সীমানা নিয়ে দু’পক্ষের প্রায়ই অশান্তি হত। বছর পাঁচেক আগে গণেশ দাস বাড়িতে সাবমার্সিবল বসান ও নিকাশি নালা তৈরি করান। তখন থেকে অশান্তি আরও বাড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

গণেশবাবু জানান, দিন কয়েক আগে তাঁর তুতো ভাই নিতাইবাবুরা নালার মুখে মাটি ফেলায় বিপত্তি বাধে। তাঁর অভিযোগ, এ দিন সকাল ৮টা নাগাদ আচমকা নিতাইবাবু ও তাঁর পরিবারের লোকজন শাবল, রামদা হাতে তাঁদের উপরে চড়াও হন। অভিযোগ অস্বীকার করেছেন নিতাইবাবু, তাঁর ভাইপো বিদ্যাসাগর দাসেরা। কলেজ ছাত্র বিদ্যাসাগরের অভিযোগ, ‘‘আমাদের বাড়ির জায়গা দিয়েই তুতো কাকারা জল বার করছিলেন। আমরা কিছু নির্মাণকাজ করব বলে উঠানে মাটি ফেলেছিলাম। ওঁদের নিকাশি নালা ঘুরিয়ে নিতে বলি। তার পরেই ওঁরা আমাদের উপরে হামলা চালান। রড মেরে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’’ দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ জানায়, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Family Collision Man wounded
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE