Advertisement
১৯ মে ২০২৪
TMC

বিক্ষোভের সময় কলা লুট করে পালিয়েছিল সিপিএম! তিন কাঁদি কলা দিয়ে ব্যবসায়ীকে সাহায্য তৃণমূলের

বামেদের বিক্ষোভ প্রতিবাদে শনিবার কার্জনগেট চত্বরেই পাল্টা সভা করে তৃণমূল। সভা শেষে অপার্থিব ও তাঁর অনুগামীরা দু’জন ফল ব্যবসায়ীর হাতে তিন কাঁদি কলা তুলে দেন।

ফল ব্যবসায়ীর হাতে কলা তুলে দিলেন তৃণমূল নেতা

ফল ব্যবসায়ীর হাতে কলা তুলে দিলেন তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৮
Share: Save:

বর্ধমানে বিক্ষোভের নামে ফলের দোকানে হামলার অভিযোগ উঠেছিল বামেদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাম সমর্থকদের বিরুদ্ধে ফলের দোকান লুট করে কলা নিয়ে পালানোরও অভিযোগ উঠেছে। শনিবার সেই ফলের দোকানের মালিকদের পাশে দাঁড়াল শাসকদল তৃণমূল। ফল ব্যবসায়ীর হাতে নিজের বাগানের তিন কাঁদি কলা তুলে দিলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম।

গত বুধবার বর্ধমানের কার্জনগেট চত্বরে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বামেদের তরফে। অভিযোগ, ওই মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা ইট-পাটকেল ছোড়েন বাম কর্মী-সমর্থকেরা। প্রকাশ্যে আসা একটি ভিডিয়োতে কার্জনগেটের পাশে একটি ফলের দোকানে হামলা চালাতে দেখা যায় বিক্ষোভকারীদের একাংশকে। দড়ি দিয়ে ঝোলানো কলার ঝাঁক লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। শুধু তাই নয়, দোকান থেকে কলা নিয়েও পালাতে দেখা গেল বিক্ষোভকারীদের।

বামেদের বিক্ষোভ প্রতিবাদে শনিবার কার্জনগেট চত্বরেই পাল্টা সভা করে তৃণমূল। সভা শেষে অপার্থিব ও তাঁর অনুগামীরা দু’জন ফল ব্যবসায়ীর হাতে তিন কাঁদি কলা তুলে দেন। অপার্থিব বলেন, ‘‘আমাদের নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) শিখিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সিপিএমের কর্মীরা গরিব মানুষের দোকান থেকে কলা লুট করেছিল তিন দিন আগে। আজ আমার কলা বাগানের তিন কাঁদি কলা ব্যবসায়ীদের দিলাম।’’

শাসক দলের তরফে এ ভাবে পাশে দাঁড়ানোয় খুশি ব্যবসায়ী অভয় সাহা ও ধনেশ্বর সাউ। তাঁরা দু’জনেই বলেন, ‘‘ভীষণই খুশি হলাম।’’ এই প্রসঙ্গে সিপিএম নেতৃত্ব অবশ্য মুখ খুলতে চাননি। কোনও মন্তব্য করতে চাইলেন না সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন। তবে বিজেপির কটাক্ষ, রথ দেখা ও কলা বেচা দুই-ই হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE