সাইকেল সারানোর দোকানে বিস্ফোরণ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার রঘুনাথপুর মধুপল্লি এলাকার ঘটনা। বুধবার সন্ধ্যায় হঠাৎ করে এলাকার মানুষ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। একের পর এক বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের জেরে দোকানের ভিতর লেগে যায় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক। ঠিক কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও দমকল সূত্রে খবর, রঘুনাথপুরের মধুপল্লি এলাকায় চন্দন পাত্র নামে এক ব্যক্তির সাইকেল সারাইয়ের দোকান রয়েছে। সেখানে সাইকেল মেরামত করা ছাড়া, সাইকেল ওয়েল্ডিং, গ্যাস সিলিন্ডার রিফিলিং-সহ একাধিক কাজ হত। বুধবার সন্ধ্যায় আচমকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। দোকানের ভিতর একের পর এক বিস্ফোরণ হতে থাকে। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। চন্দনের দোকানে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনে চমকে যান এলাকাবাসী। বিস্ফোরণের সঙ্গে আগুনের শিখাও দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে।
দমকলবাহিনী খানিকক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাইকেল দোকানের মালিক। জানা গিয়েছে, তিনি এই ঘটনায় আতঙ্কিত। এলাকাবাসীদের বক্তব্য, “এই ধরনের ভয়ানক বিস্ফোরণ আগে কখনও দেখিনি। তবে, বড় ধরণের ক্ষতি হয়নি তাই বাঁচোয়া।”