Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Andal to Bagdogra

চালু হচ্ছে অন্ডাল থেকে বাগডোগরার উড়ান পরিষেবা

নতুন বিমানের রুট চালু হওয়ায় বাসিন্দাদের সঙ্গে খুশি পর্যটন মহলও। অন্ডাল বা দুর্গাপুর থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার মোট ছ’টি ট্রেন রয়েছে। কিন্তু সেগুলি সপ্তাহে এক দিন করে চলে। তা ছাড়া, সময়সূচিও অনেকের জন্য অনুকূল

অন্ডাল বিমানবন্দর ।

অন্ডাল বিমানবন্দর । —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর, শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ০৮:৪৪
Share: Save:

বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে ৩০ অগস্ট থেকে জুড়বে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর সূত্রের খবর, আপাতত সপ্তাহের চার দিন— সোমবার, বুধবার, শুক্রবার
ও রবিবার সরাসরি বাগডোগরা-দুর্গাপুর বিমানটি চলবে। একটি বেসরকারি বিমান সংস্থার তৈরি সূচি ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (এএআই) অনুমোদনের পরে দু’টি বিমানবন্দরে পৌঁছে গিয়েছে।

বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা মহম্মদ আরিফ এ নিয়ে এখনই কিছু বলতে চাননি। তবে এএআই-র পূর্বাঞ্চলীয় দফতরের আধিকারিক বলেন, ‘‘বাগডোগরা ঘিরে এখন পর পর বিমানের সংখ্যা বাড়বে। দুর্গাপুরের বিমানটির সঙ্গে ভুবনেশ্বরকে যুক্ত করা
রয়েছে। একই বিমান বাগডোগরা থেকে অন্ডাল যাতায়াত ছাড়াও, ভুবনেশ্বরে যাবে।’’ বিমানবন্দর সূত্রের খবর, নির্ধারিত চার দিন বিমানটি অন্ডাল থেকে দুপুর সওয়া ১টায় ছেড়ে বাগডোগরায় আসবে ২টো ২০ মিনিট নাগাদ। এর পরে ২টো ৫৫ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে বিকাল ৪টে ০৬ মিনিটে ফের অন্ডালে পৌঁছবে। টিকিটের দাম আপাতত শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে। এই বিমানটিই ভুবনেশ্বরের সঙ্গে বাগডোগরা এবং অন্ডালকে জুড়বে।

নতুন বিমানের রুট চালু হওয়ায় বাসিন্দাদের সঙ্গে খুশি পর্যটন মহলও। অন্ডাল বা দুর্গাপুর থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার মোট ছ’টি ট্রেন রয়েছে। কিন্তু সেগুলি সপ্তাহে এক দিন করে চলে। তা ছাড়া, সময়সূচিও অনেকের জন্য অনুকূল নয়। তাই উত্তরবঙ্গ যেতে বর্ধমান হয়ে যাওয়াই পছন্দ করেন অনেকে। সে জন্য আগে বর্ধমান যেতে হয়। সময় ও খরচ, দুই-ই বেশি হয়। সরাসরি অন্ডাল থেকে বাগডোগরা যাওয়া গেলে ঝামেলা কমবে বলে আশা পর্যটকদের অনেকের। পুজোর মরসুমে উত্তরবঙ্গগামী পর্যটকদের বড় অংশ বিমানের সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভলপমেন্ট নেটওয়ার্ক’-এর সম্পাদক সম্রাট সান্যালও বলেন, ‘‘বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামো বাড়ছে। সেই সঙ্গে নতুন নতুন রুট তৈরি হবে। আন্তর্জাতিক বিমানও আসবে বলে আমরা আশাবাদী।’’

স্বাস্থ্যবিমায় জোর

দুর্গাপুর: একটি বেসরকারি ক্লিনিকে সোমবার স্বাস্থ্যবিমা বিষয়ক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। চেন্নাই থেকে এসেছিলেন চিকিৎসক কুণাল পটেল, এস
মুথুকানি প্রমুখ। সিইও শুভম চট্টোপাধ্যায় জানান, দেশে গাড়ি, মোটরবাইকের বিমা করা বাধ্যতামূলক। কিন্তু স্বাস্থ্যবিমা গুরুত্ব সম্পর্কে অনেকে সচেতন নন। সে কথা মাথায় রেখে এ দিনের কর্মসূচির আয়োজন করা হয়। ১৫২ জন কর্মসূচিতে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andal Airport bagdogra airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE