সপ্তমীর সকালে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল কিশোরী। নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল তার। কয়েক ঘণ্টা পর জল থেকে উদ্ধার হয়েছে তার দেহ। সঙ্গে তলিয়ে গিয়েছে আরও এক নাবালিকা। তার খোঁজ চলছে। সোমবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ঘটনাটি ঘটেছে। দুর্গাপুজোর আনন্দের মাঝে এ হেন দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
নিহত কিশোরীর নাম সুনীতা মণ্ডল। এখনও নিখোঁজ অনিন্দিতা পাল নামে আর এক নাবালিকা। সুনীতার বাড়ি পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের সাতপোতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
সপ্তমীর সকালে বন্ধুদের সঙ্গে খড়ি নদীতে স্নান করতে নেমেছিল ওই দুই কিশোরী। আচমকা তিন জন নদীতে তলিয়ে যেতে শুরু করে। একজন কোনও মতে রক্ষা পেলেও সুনীতা ও অনিন্দিতা তলিয়ে যায়।
কয়েক ঘন্টা পর নদী থেকে উদ্ধার হয় সুনীতার দেহ। কিন্তু রাত পর্যন্ত অনিন্দিতার কোনও হদিশ মেলেনি। ডুবুরিদের সঙ্গে নিয়ে খড়ি নদীতে তল্লাশি চালাচ্ছে পূর্বস্থলী থানার পুলিশ।