Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Currency

রাস্তার ধারে ছড়িয়ে প্রচুর পোড়া টাকা! কালীঘাটের পুনরাবৃত্তি সালানপুরে

বৃহস্পতিবার সকালে অজিতেশ নগরে রাস্তার ধারে ১০০ টাকার পোড়া নোট পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু যুবক।

সালানপুরের রাস্তার উপর পোড়া ১০০ টাকার নোট।

সালানপুরের রাস্তার উপর পোড়া ১০০ টাকার নোট। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সালানপুর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩২
Share: Save:

কালীঘাটের ঘটনার পুনরাবৃত্তি পশ্চিম বর্ধমানের সালানপুরে। স্থানীয় কল্যাণেশ্বরী মন্দির এলাকায় অজিতেশ নগর শ্মশানে যাওয়ার রাস্তার ধারে প্রচুর পোড়া নোট পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশ এসে ওই পোড়া টাকা উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে অজিতেশ নগরে রাস্তার ধারে ১০০ টাকার পোড়া নোট পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু যুবক। খবর এলাকায় চাউর হতেই ব্যাপক হইচই পড়ে যায়। টাকা কুড়োতে ভিড় জমান প্রচুর মানুষ। খবর পেয়ে কল্যাণেশ্বরী ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনাস্থলে। ওই পোড়া নোটগুলি সংগ্রহ করে নিয়ে যান পুলিশকর্মীরা।

স্থানীয় যুবক শুভঙ্কর দেওঘরিয়া বলেন, ‘‘সকালে হেঁটে যাওয়ার সময় দেখি, রাস্তায় টাকা পড়ে আছে। কাছে যেতেই বুঝি ১০০ টাকার নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে।’’ কে বা কারা এই টাকা পুড়িয়েছে এবং এই এলাকায় ফেলে গিয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, ২৪ জানুয়ারি বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার হয়েছিল কলকাতার কালীঘাট সংলগ্ন মুখার্জি ঘাটে। সেখানে পড়ে থাকা ১০, ২০, ৫০, ১০০ টাকার নোটের অধিকাংশই ছিল পোড়া। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায়। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল সালানপুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Currency Salanpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE