দাম্পত্য কলহের জেরে সকালে ছুরি দিয়ে স্ত্রীকে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার অন্ডাল থানার অন্তর্গত হরিপুর বাজারে। স্থানীয়েরা স্বামীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। আহত পায়েল গোপকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত পায়েলের মা চায়না দাস জানান, তাঁর মেয়ে হরিপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। পায়েলের স্বামী পিন্টু গোপের বিষয়টি পছন্দ ছিল না। সে কারণে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন কলহ চলত বলে অভিযোগ। চায়নার আরও অভিযোগ, পায়েলের স্বামী মদ্যপান করতেন। সে কারণেও রোজ ঝামেলা হত স্বামী-স্ত্রীর। পায়েল স্বামীকে মদ খেতে বাধা দিলে মারধর করা হত বলেও জানান তিনি। শনিবার সকালে একেবারে জনসমক্ষে স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন পিন্টু। স্থানীয়েরাই অভিযুক্ত পিন্টুকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন:
পুলিশ গুরুতর আহত পায়েলকে আসানসোলের জেলা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত পিন্টুকে বনবাহাল ফাঁড়ির পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কী কারণে এই বচসা, তা জানার চেষ্টা করছে পুলিশ।