Advertisement
২৫ এপ্রিল ২০২৪
‘কাটমানি’র অভিযোগে বিক্ষোভ চলছেই

টাকা ফেরত চেয়ে জমায়েত  

এ দিন সকাল থেকে বেশ কিছু বাসিন্দা টাকা ফেরতের দাবিতে বাপ্পাদিত্যবাবুর দোকানের সামনে জড়ো হন।

পানাগড় গ্রামে নেতার দোকানে বিক্ষোভ। নিজস্ব চিত্র

পানাগড় গ্রামে নেতার দোকানে বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁকসা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০০:০১
Share: Save:

‘কাটমানি’ ফেরতের দাবিতে আবার তেতে উঠল কাঁকসা। বৃহস্পতিবার সকালে পানাগড় গ্রাম এলাকায় এক তৃণমূল নেতার দোকানের সামনে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান এক দল বাসিন্দা। তাঁদের অভিযোগ, উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়ার জন্য ওই নেতা টাকা নিয়েছেন গ্রাহকদের কাছে। যদিও নেতা বাপ্পাদিত্য সাঁই নামে ওই নেতার দাবি, তিনি কোনও কাটমানি নেননি। বিজেপি তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র করছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপ্পাদিত্যবাবুর গ্যাস সরবরাহের এজেন্সি রয়েছে। গ্রামের গরিব বাসিন্দাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের সংযোগ দিয়েছিলেন তিনি। গ্রামের অনেকেই সেই সংযোগ নেন। কিন্তু সে জন্য মাথা পিছু তিনি বাড়তি টাকা নিয়েছিলেন বলে দাবি ওই বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, বাপ্পাদিত্যবাবু যাঁর কাছে যেমন খুশি টাকা নিয়েছেন। সরকারি ভাবে এই গ্যাসের দাম পড়ে প্রায় ১৮০০ টাকা। গ্যাসের আভেন, একটি সিলিন্ডার ও কাগজপত্র দেওয়া হয়। সংযোগ হয় মহিলাদের নামে। অভিযোগ, ওই নেতা সংযোগ পিছু কারও কাছে দু’হাজার, কারও কাছে আড়াই হাজার টাকা করে নিয়েছেন। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হত বলে অভিযোগ গ্রাহকদের একাংশের।

এ দিন সকাল থেকে বেশ কিছু বাসিন্দা টাকা ফেরতের দাবিতে বাপ্পাদিত্যবাবুর দোকানের সামনে জড়ো হন। তাঁদের বেশিরভাগই মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, গরিব মানুষের জন্য কেন্দ্র এই প্রকল্প করেছে। অথচ, টাকা আত্মসাৎ করেছেন ওই তৃণমূল নেতা। স্থানীয় বাসিন্দা চন্দনা বাউরি, ছায়া বাউরি, সুন্দরী বাউরিদের দাবি, এ দিন প্রায় ৭০ জন গ্রাহক কাটমানি ফেরতের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, অনেকে গয়না বিক্রি করে গ্যাসের সংযোগ নিয়েছেন। তাঁদের সবার টাকা ফেরত দিতে হবে।

ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও বাপ্পাদিত্যবাবুর দাবি, তৃণমূল করেন বলে তাঁকে হেনস্থা করার জন্য এমন অভিযোগ তোলা হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমি নিয়ম মেনেই সব কাজ করেছি। কারও কাছে বেশি টাকা নেওয়া হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanksa কাঁকসা Bribe Extortion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE