কাটোয়ায় প্রেমিকের উপর গুলিচালনায় ঘটনায় নাবালিকা প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল ওই নাবালিকা? সে কথাও জানতে পেরেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে বছর তিনেক ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রেমিক লালচাঁদ শেখের। দু’জনের বাড়ি কাটোয়া শহরের দুই প্রান্তে। ওই কিশোরীর বাবা ভিন্ রাজ্যে কাজ করেন। তার দাদা দিনমজুর। প্রেমিক লালচাঁদ রঙের মিস্ত্রির কাজ করেন। তাঁদের এই সম্পর্কের কথা জানত দু’জনের পরিবারই। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে কোনও বিষয়ে মনোমালিন্য হয়। নাবালিকাকে বিয়ে করতে বেঁকে বসেন লালচাঁদ। সেই রাগেই তাঁর উপর নাবালিকা গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।