বর্ধমান শহরের কাঞ্চননগরের ভূতবাগান এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ৩৬ বছরের যুবক। পরিবারের দাবি, ঋণ পরিশোধের টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস লাগিয়েছেন রাজু সরকার নামে ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির বারান্দায় স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাজুকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে গাড়ি কেনা এবং স্ত্রীর চিকিৎসার জন্য কয়েকটি গোষ্ঠী ও মহাজনের থেকে ঋণ নেন তিনি। গাড়ির ব্যবসা ঠিকঠাক না চলায় সেই ঋণের কিস্তির টাকা তিনি পরিশোধ করতে পারেননি বলে অভিযোগ।
মৃতের স্ত্রী ইন্দ্রাণী সরকার বলেন, ‘‘স্বামী গাড়ি কেনা এবং আমার চিকিৎসার জন্য প্রায় চার লক্ষ টাকা ঋণ নেন। শুক্রবার তাঁর একটি গোষ্ঠীর ঋণ পরিশোধ করার কথা ছিল। গোষ্ঠীর তরফে টাকা পরিশোধ করার জন্য তাঁকে চাপও দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ঘুরেও তিনি টাকা জোগাড় করতে পারেননি। এতে মানসিক ভাবে তিনি ভেঙে পড়েন।’’ ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা।