Advertisement
০৫ মে ২০২৪
pesticide

Farmer Suicide: নিম্নচাপের বৃষ্টির জেরে নষ্ট হয়েছে ধান, আত্মঘাতী প্রান্তিক চাষি

পরিবার সূত্রে খবর, বুধবার জমিতে ধানের ফলন দেখতে গিয়েছিলেন লক্ষণ। তার পর ওই দিন রাতে বাড়ি ফিরেই আত্মহত্যা করেন তিনি।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ২৩:১৩
Share: Save:

নিম্নচাপের বৃষ্টিতে জমির ধান নষ্ট হওয়ায় হতাশায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক প্রান্তিক চাষি। মৃতের নাম লক্ষণ ঘোষ (৪৬)। বাড়ি হুগলির বলাগড় থানার আয়দা পাড়ায়।

পরিবার সূত্রে খবর, বুধবার জমিতে ধানের ফলন দেখতে গিয়েছিলেন লক্ষণ। তার পর ওই দিন রাতে বাড়ি ফিরে কীটনাশক খান তিনি। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছেলে অলোক ঘোষ বলেন, ‘‘বাবা এ বছর ৭ বিঘা জমিতে আমন ধানের চারা লাগিয়েছিল। অনেক টাকা ঋণও নিয়েছিল। সবই ঠিকঠাক ছিল। কিন্তু বিগত কয়েক দিনের নিম্নচাপের বৃষ্টিতেই সব শেষ হয়ে গেল। বুধবার জমিতে গিয়েছিল বাবা। বাড়িতে যখন ফিরেছিল, ভীষণ মনমরা দেখাচ্ছিল। তার পরই রাতে কীটনাশক খেয়ে নেয়।’’

বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালের মর্গে লক্ষণের দেহের ময়নাতদন্ত হয়।

কয়েক দিন আগেও পূর্ব বর্ধমানের কালনার বড়দাড়িয়াটোন গ্রামের ৫২ বছর বয়সি ভাগচাষি পুষ্কর মজুমদারও একই কারণে আত্মহত্যা করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pesticide Suicide Farmer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE