রুপোলি পর্দার দৃশ্য বাস্তবে। গুলি-বোমা ছুড়তে ছুড়তে এক দল সশস্ত্র দুষ্কৃতী দখল নিল কয়লাখনির। উদ্দেশ্য, খনির ভিতরে থাকা তামার তার লুঠ করা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের মুগমা এলাকায়। গোটা খনি এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং সিআইএসএফ। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছেন কয়েক জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ ইসিএল এর মুগমা এলাকার কুমারডুবির ভাগ্যলক্ষ্মী নামে একটি কয়লা খনিতে ঢুকে পড়ে জনা ২০ সশস্ত্র দুষ্কৃতীর একটি দল। ওই খনি থেকে নিয়মিত কয়লা তোলা হয়। তাদের উদ্দেশ্য, খনির ভিতর তামার তার কেটে চুরি করা। খনিতে ঢোকার সময় দুষ্কৃতীদের বাধা দেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। বাধা পেয়ে দুষ্কৃতীরা গুলি এবং বোমা ছোড়ে। তাতে জখম হন অবোধবিহারী মাহাতো নামে খনির এক নিরাপত্তা আধিকারিক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।