E-Paper

বেহাল বাইপাস, বিজেপির অবরোধ ঘিরে তরজা

রানিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খেতান জানান, রানিগঞ্জ শহরের প্রধান রাস্তা ১৪ নম্বর জাতীয় সড়ক এবং বাইপাসটি রাজ্য সরকারের অন্তর্ভুক্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৭:০৮
বেহাল রানিগঞ্জ বাইপাস।

বেহাল রানিগঞ্জ বাইপাস। —নিজস্ব চিত্র ।

রানিসায়র মোড় থেকে বার্নস ক্লাব পর্যন্ত বাইপাস সংস্কার-সহ একাধিক দাবিতে মঙ্গলবার অবরোধ করে প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ দেখাল বিজেপি। নেতৃত্বে ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসানসোলে লোকসভাকেন্দ্রে উপনির্বাচনের আগে ২০০৫ সালে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ১৪ নম্বর জাতীয় সড়কের‌ বার্নস ক্লাব মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের রানিসায়র মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার বাইপাস তৈরি করে। এটি আসানসোল পুর এলাকার একাংশ ও রানিগঞ্জ গ্রামীণের কয়েকটি এলাকার প্রধান যাতায়াতের পথ। রানিগঞ্জ শহরের যানজট মোকাবিলা করার জন্যই এই বাইপাস তৈরি করা হয়েছিল। রাত ১০টা থেকে‌ সকাল ৬টা পর্যন্ত শহরের ভিতর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারে। বাকি সময়ে এই বাইপাস ব্যবহার করতে হয়।

রানিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খেতান জানান, রানিগঞ্জ শহরের প্রধান রাস্তা ১৪ নম্বর জাতীয় সড়ক এবং বাইপাসটি রাজ্য সরকারের অন্তর্ভুক্ত। দু’টি রাস্তাই বেহাল। বহু বার কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে দু’টি রাস্তা সংস্কারের আবেদন জানিয়েও লাভ হয়নি। রোহিতের দাবি, বেহাল রাস্তার কারণে অন্য জেলা থেকে খুচরো ব্যবসায়ীরা রানিগঞ্জে আসতে চাইছেন না। ‘আমরাসোঁতা পাঞ্জাবি মোড় ট্রাক অ্যাণ্ড ট্রিপা’র্স ওনার্স অ্যাসোসিয়েশনের’ সভাপতি দয়াশঙ্কর রায় জানান, সংস্কার না হওয়ায় হাওড়া-দিল্লি রেলপথের আন্ডারপাস লাগোয়া এলাকা, বাদাম বাগান-সহ বাইপাসের প্রায় ৭০ শতাংশ বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে রোজই যানবাহনের ক্ষতি হচ্ছে।‌ দুর্ঘটনা ঘটছে। তাঁর দাবি, “যাতে ১০ টন সামগ্রী বোঝাই পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারে, সে ভাবেই রাস্তা তৈরি হয়েছে। অথচ তার চারগুণ বেশি সামগ্রী চাপিয়ে গাড়ি চলাচল করছে। তাই আধুনিক প্রযুক্তিতে অতিরিক্ত ক্ষমতা বহনকারী রাস্তা তৈরি করা দরকার।‌ এ ছাড়া, অতিরিক্ত পণ্য বহন যাতে আটকানো যায়, তা প্রশাসনের দেখা উচিত।”

অগ্নিমিত্রা বলেন, “রাস্তা, জলের মতো জরুরি পরিষেবা না দিতে পারার ব্যর্থ এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের জন্য দলীয় কর্মীরা বার বার বিডিও-র কাছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছেন। তাতে কাজ না হওয়ায় এ দিন বাসিন্দাদের সঙ্গে নিয়ে অবরোধ-বিক্ষোভ করা হয়।” তাঁর দাবি, এ ছাড়া পুরাতন এগারায় দু’টি পুকুর সংস্কার করা হচ্ছে না। মণ্ডলপাড়ায় মাঝ রাতে অপর্যাপ্ত জল আসছে। এ সবের প্রতিকারের দাবিও জানানো হয়েছে। এডিডিএ-র প্রাক্তন চেয়ারম্যান তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিযায়ী পাখির মতো মাঝে মাঝে নিজের বিধানসভা কেন্দ্রের এক-একটা এলাকায় হাজির হয়ে অগ্নিমিত্রা কোনও না কোনও দাবিতে রাস্তায় বসে পড়েন। এডিডিএ বাইপাসটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছে। কাজ শুরু হবে। অন্য সমস্যা মেটাতে স্থানীয় পঞ্চায়েত সব সময় তৎপর।”‌

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Asansol Agnimitra Paul National Highway 14

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy