Advertisement
E-Paper

সংস্কৃতি যেখানে যেমন...

বিভিন্ন ক্ষেত্রে পলিমারের ব্যবহার কী রকম ভাবে হতে পরে, তারই সুলুক সন্ধান করল কাটোয়া বিজ্ঞান পরিষদ। সম্প্রতি সংগঠনের আয়োজিত একটি আলোচনাসভায় বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন কাটোয়া কলেজের শিক্ষক কেদারনাথ মিত্র। সভাটি হয় বিজ্ঞান ভবনের প্রেক্ষাগৃহে। বিজ্ঞান পরিষদের সভাপতি কালীচরণ দাস জানান, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে বছরভর বিভিন্ন সভার আয়োজন করা হয়।

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০২:৩৫
কাটোয়া রবীন্দ্র পরিষদের পরিবেশনায় নৃত্য নাট্য। নিজস্ব চিত্র।

কাটোয়া রবীন্দ্র পরিষদের পরিবেশনায় নৃত্য নাট্য। নিজস্ব চিত্র।

বিজ্ঞান আলোচনা
কাটোয়া

বিভিন্ন ক্ষেত্রে পলিমারের ব্যবহার কী রকম ভাবে হতে পরে, তারই সুলুক সন্ধান করল কাটোয়া বিজ্ঞান পরিষদ। সম্প্রতি সংগঠনের আয়োজিত একটি আলোচনাসভায় বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন কাটোয়া কলেজের শিক্ষক কেদারনাথ মিত্র। সভাটি হয় বিজ্ঞান ভবনের প্রেক্ষাগৃহে। বিজ্ঞান পরিষদের সভাপতি কালীচরণ দাস জানান, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে বছরভর বিভিন্ন সভার আয়োজন করা হয়।

পরিচয়পত্র প্রদান
রানিগঞ্জ

সিহারশোল রেফারিজ অ্যাসোসিয়েশনের একাদশ বার্ষিক সম্মেলন হল মথুরাচণ্ডী মাঠে। রবিবার আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়াবিদ শশাঙ্কশেখর আচার্য। সংগঠনের সদস্যদের এ দিন পরিচয়পত্র দেওয়া হয়। ছিলেন শশাঙ্কশেখর কাঞ্জিলাল, বাদল দে, শিশির ঘোষ প্রমুখ প্রাক্তন খেলোয়াড়েরা। রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি ও মুকাভিনয় পরিবেশন করেন সংগঠনের সদস্যেরা।

কলেজে পুনর্মিলন
রানিগঞ্জ

হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং কলেজের ১১২তম পুনর্মিলন উৎসব ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান হল সংস্থার প্রেক্ষাগৃহে। সভাপতিত্ব করেন ইসিএলের প্রাক্তন ডিরেক্টর অব রেসকিউ সুনীলকুমার পাণ্ডে। এ দিনের অনুষ্ঠানে ছাত্র সংসদের তরফে দশ জন কৃতি প্রাক্তনীকে শংসাপত্র ও উপহার দেওয়া হয়।

কাটোয়ায় অনুষ্ঠান
কাটোয়া

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের কাটোয়া শাখার উদ্যোগে সম্প্রতি একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হয়। কাটোয়া মহকুমা আদালত চত্বরে আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রায় দু’শো জন যোগ দেয় বলে জানান সংগঠনের সম্পাদক অসীমনাথ মণ্ডল। ৩১ মার্চ সফল প্রতিযোগীদের শংসাপত্র দেওয়া হবে।

বসন্ত বন্দনা
বর্ধমান

বসন্ত বন্দনা শুরু হয়ে গেল বর্ধমানে। শাঁখারিপুকুরের ঘরানা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই উৎসবে সামিল হন শিল্পীরা। উদয়চাঁদ গ্রন্থাগারে অনুষ্ঠানটি হয়। ছিল নাচ, গান, কবিতার আসর। এ ছাড়া যুক্তিবাদী সমিতি, ধ্রুবতারা সাহিত্য পত্রিকা-সহ বেশ কয়েকটি পত্রিকা মিলে আয়োজন করে একটি পদযাত্রারও।

মিলন উৎসব
দুর্গাপুর

রঘুনাথপুর-দুর্গাপুর মিলন উৎসব শুরু হল রবিবার। রঘুনাথপুর সম্মিলনী ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই উৎসব চলবে ৫ এপ্রিল পর্যন্ত। উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে হস্ত শিল্পের মেলাও। আয়োজকেরা জানান, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হস্তশিল্পের পসরা নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা। আগামী প্রজন্মের কাছে লোকশিল্পের আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের।

আবির্ভাব তিথি
বর্ধমান

শ্রী রামকৃষ্ণের ১৮১ তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ধমানের সারদাপল্লি সারদা আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হল। ছিল ঠাকুরের কথামৃত পাঠ, আলোচনাসভা। অনুষ্ঠানের সূচনা করেন জয়রাম বাটি বিবেকানন্দ মিশনের স্বামী প্রবুদ্ধানন্দ।

নাট্যমেলা
বর্ধমান

নাট্যমেলা শেষ হল বর্ধমানে। বর্ধমান অঙ্গীকার ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই মেলায় কলকাতা, বিহার, কাশ্মীর-সহ দেশের বিভিন্ন প্রান্তের নাট্যদলগুলি যোগ দেয়।

আলোচনাসভা
দুর্গাপুর

একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ইস্পাত নিবাসে রবিবার নারী ও শিশু সুরক্ষা বিষয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।

নৃত্য-নাট্য
কাটোয়া

নৃত্য-নাট্যের পরিবেশন করল কাটোয়ার রবীন্দ্র পরিষদ। নৃত্য-নাট্যের বিষয় ছিল ‘শ্রীরাধার মানভঞ্জন।’ কাটোয়া বইমেলা উপলক্ষে এই নৃত্য নাট্যটির আয়োজন করা হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy