বর্ধিত ফি কমানোর দাবিতে অভিভাবকদের বিক্ষোভে পুলিশের লাঠি চালানোর ঘটনায় শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলে। সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন অভিভাবকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায় করে বলে অভিযোগ। যদিও পুলিশ অভিযোগ মানেনি। চার জনকে আটক করা হয়েছে। অভিভাবকেরা বিষয়টি মহকুমাশাসককে জানিয়ে প্রতিকার চেয়েছেন।
চলতি শিক্ষাবর্ষ থেকে মাসিক টিউশন ফি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। দু’মাসের জায়গায় আগাম তিন মাসের ফি জমা দেওয়ার নিয়ম হয়েছে। এক মাস দিতে দেরি হলে ৫০০ টাকা জরিমানা। বেড়েছে ভর্তি ফি-ও। এই সব অভিযোগে এর আগে একাধিক বার স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকদের একাংশ। শেষবার ২৮ এপ্রিল স্কুলের পাশের রাস্তার গাছ ফেলে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁরা রাস্তা অবরোধ করেছিলেন। অবরোধ তোলার আর্জি জানিয়ে ক্ষোভের মুখে পড়েন কমিশনারেটের ডিসিপি অভিষেক মোদী। সে যাত্রা মহকুমাশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
৩ মে মহকুমাশাসকের দফতরে স্কুল কর্তৃপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সে দিন জানিয়েছিলেন, বেশ কিছু বিষয়ে দু’পক্ষ সহমত হয়েছে। প্রথমত, তিন মাসের নয়, আগের মতোই আগাম দু’মাসের ফি দিতে হবে। দ্বিতীয়ত, প্রথম মাসে নয়, পরপর দু’বার ফি দিতে দেরি হলে তবেই ৫০০ টাকা জরিমানা দিতে হবে। তৃতীয়ত, বর্ধিত ফি কমানো বা একাদশ শ্রেণিতে ভর্তি ফি বাতিল ও হ্রাসের বিষয়টি স্কুল কর্তৃপক্ষ বিবেচনা করবেন। দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই মতান্তর মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।