আজ, বুধবার তৃণমূলের এবং আগামিকাল বৃহস্পতিবার সিপিএমের প্রার্থিতালিকা ঘোষণা হতে পারে। এমনটাই দাবি করেছেন দুই দলের জেলা নেতৃত্ব। তবে, এ পর্যন্ত বিজেপি এবং কংগ্রেসের প্রার্থিতালিকা চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। পাশাপাশি, বাম-কংগ্রেসের কোনও আসন সমঝোতা হবে কি না, তা নিয়েও ধন্দ কাটেনি মঙ্গলবারেও। এ দিকে, প্রার্থী হতে কারা আগ্রহী, তা জানতে চেয়ে ‘ড্রপ বক্স’ বসিয়েছে বিজেপি।
মঙ্গলবার তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, “প্রার্থী বাছাই চূড়ান্ত হয়ে গিয়েছে। আজ, বুধবার কলকাতায় প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। গত বারের অভিজ্ঞ প্রার্থীদের সঙ্গে, এ বার অনেক নতুন মুখও প্রার্থিতালিকায় জায়গা পেতে পারেন।” তিনি জানান, প্রার্থী তালিকা ঘোষণার পরে, রানিগঞ্জ ও জামুড়িয়ার প্রার্থীরা এক দিনে এবং আসানসোল ও কুলটির প্রার্থীরা এক দিনে মনোনয়ন জমা দেবেন।
এ দিকে, দলের প্রার্থিতালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সিপিএম সূত্রেও দাবি করা হয়েছে। তবে, সোম ও মঙ্গলবার সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন হয়েছে। তাই প্রার্থিতালিকা প্রকাশ করা হয়নি। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, “৩০ ডিসেম্বর জেলার শীর্ষ নেতৃত্ব প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন।” দলীয় সূত্রে জানা গিয়েছে, ৩ জানুয়ারি বাম প্রার্থীরা মনোনয়ন জবা দেবেন।