Advertisement
১৭ মে ২০২৪
Service Road

সার্ভিস রোড নিয়ে এ বার পথে যুব তৃণমূল

যাত্রীদের নিত্য অভিযোগ, রানিগঞ্জ থেকে পানাগড় পর্যন্ত ২ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সার্ভিস রোড চূড়ান্ত বেহাল।

জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ। সোমবার দুর্গাপুরে। নিজস্ব চিত্র

জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ। সোমবার দুর্গাপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৩:১০
Share: Save:

জাতীয় সড়কের সার্ভিস রোডের হাল নিয়ে বেড়েই চলেছে রাজনৈতিক তর্জা। বামেরা একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আগেই। বিজেপি সাংসদ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীকে চিঠি লিখেছেন। সে খবর জানাজানির পরেই ১ অক্টোবর বাঁশকোপায় জাতীয় সড়কের টোলপ্লাজ়ার সামনে বিক্ষোভ-সমাবেশ করে তৃণমূল। সোমবার দুর্গাপুর ২ ব্লক যুব তৃণমূলের তরফে আবার ওল্ড কোর্ট মোড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়। খন্দে জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ জানানো হয়।

যাত্রীদের নিত্য অভিযোগ, রানিগঞ্জ থেকে পানাগড় পর্যন্ত ২ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সার্ভিস রোড চূড়ান্ত বেহাল। দুর্ঘটনা লেগেই রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একাধিক বৈঠকেও পরিস্থিতি বদলায়নি। রানিগঞ্জ, বাঁশরা, গোপালমাঠ, কাদা রোড, মেনগেট, ওল্ড কোর্ট মোড়, মুচিপাড়া, পানাগড়ে সার্ভিস রোডের পরিস্থিতি বেশ খারাপ।

এ দিন যুব তৃণমূলের জেলা সভাপতি রূপেশ যাদবের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা ওল্ড কোর্ট মোড়ে অবস্থান-বিক্ষোভ করেন। ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ ও কাউন্সিলরেরাও। রূপেশবাবুর অভিযোগ, ‘‘আগে জাতীয় সড়কের সার্ভিস রোডের অবস্থা বেশ ভাল ছিল। কিন্তু কেন্দ্রে ‘আচ্ছে দি’'-এর সরকার আসতেই সার্ভিস রোড বেহাল হয়ে গেল। তা সারাইয়ে আর কোনও উদ্যোগ হল না। এলাকায় বিজেপির দুই সাংসদ, এক জন আবার মন্ত্রী। হয় তাঁরা এ বিষয়ে নজর দেন না, অথবা কেন্দ্রীয় সরকার তাঁদের কথা শোনে না।’’ দ্রুত রাস্তা সারাই না হলে টোল নেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের পাল্টা দাবি, ‘‘জাতীয় সড়ক যথেষ্ট ভাল অবস্থায় আছে। দু’-এক জায়গায় বৃষ্টির জন্য বেহাল হয়ে পড়েছে। আমাদের দুই সাংসদ ইতিমধ্যেই এ বিষয়ে উদ্যোগী হয়েছেন। বিধানসভা ভোটের আগে প্রচারের লোভে তৃণমূল এমন কর্মসূচি নিয়েছে। রাজ্য সড়কের পরিস্থিতি ভয়াবহ। ওদের সে দিকে নজর দেওয়া উচিত।’’

অবিলম্বে সার্ভিস রোড সংস্কারের দাবি জানিয়ে ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ীকে চিঠি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। এর পরেই ১ অক্টোবর সার্ভিস রোড সংস্কারের দাবিতে দলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সীর নেতৃত্বে বাঁশকোপা টোলপ্লাজ়ার সামনে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। রাস্তা সংস্কার না হলে টোল নেওয়া বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনিও। সাংসদ দেরিতে চিঠি পাঠিয়েছেন বলেও দাবি করেন তিনি।

সার্ভিস রোড সংস্কারের দাবিতে একাধিক বার কর্মসূচি নিয়েছে বামেরাও। দুর্গাপুর পূর্বের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় বলেন, ‘‘বেহাল সার্ভিস রোডের জন্য নাকাল হতে হচ্ছে মানুষজনকে। দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সড়কপরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। ২২ সেপ্টেম্বর তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জবাব দিয়েছেন। কত দিনে কাজ হয়, সেটাই দেখার!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Service Road TMC Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE