প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ফাঁস করার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করলেন এক যুবক। এমনটাই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে। তবে প্রাক্তন প্রেমিকার অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হতে হল অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইমদাদুল শেখ ওরফে বিশাল। তিনি গলসি থানার খাঁপাড়ার বাসিন্দা। প্রাক্তন প্রেমিকার অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতে বিশালকে বাড়ি তাঁর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। তাঁর ৬ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম দিতি ভট্টাচার্য।