Advertisement
০২ মে ২০২৪
pond

পুকুর খনন করতে গিয়ে উঠে এল প্রাচীন কালের ধাতব বস্তু! চাঞ্চল্য কেতুগ্রামে

কেতুগ্রামের রাজুর গ্রামে বৃহস্পতিবার একটি পুকুর খননের সময় মাটি কাটার মেশিনে উঠে আসে বস্তুটি। প্রথমে অনেকেই মনে করেন, এটি প্রাচীন আমলের কোনও মন্দিরের চূড়ায় লাগানো ছিল।

pond

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কেতুগ্রাম শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৬
Share: Save:

পুকুর খনন করতে গিয়ে উঠে এল প্রাচীন কালের ধাতব বস্তু! পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ধাতব দণ্ডের উপর তিনটি ধাপে কারুকাজ করা। প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের বস্তুটি প্রাথমিক ভাবে তামার তৈরি বলেই স্থানীয়দের অনুমান।

কেতুগ্রামের রাজুর গ্রামে বৃহস্পতিবার একটি পুকুর খননের সময় মাটি কাটার মেশিনে উঠে আসে বস্তুটি। প্রথমে অনেকেই মনে করেন, এটি প্রাচীন আমলের কোনও মন্দিরের চূড়ায় লাগানো ছিল। আবার একাংশের মতে, এই এলাকায় এক সময় বৈষ্ণব ধর্ম প্রচারিত হয়েছিল। তখন বৈষ্ণবীয় কোনও সম্প্রদায়ের ধর্মীয় চিহ্ন হিসাবে এটি ব্যবহৃত হত।

খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই পুরাতাত্ত্বিক নিদর্শনটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতাত্ত্বিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। ইতিহাস গবেষক স্বপন ঠাকুর বলেন, ‘‘এটি প্রাচীন কোনও ধর্মীয় চিহ্ন বলে মনে হচ্ছে। বৈষ্ণবীয় সহজিয়া সম্প্রদায়ের কোনও ধর্মীয় চিহ্ন বিশেষ হতে পারে। তবে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pond ketugram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE