সরস্বতী পুজোর দিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যাত্রা শুরু হল বেলা সাহা স্মৃতি বিদ্যামন্দিরের। শিশুদের জন্য খুলে গেল প্রাথমিক স্কুলটির দরজা। স্কুলটি দত্তক নিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।
গত ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির পরে পায়রা উড়িয়ে এই স্কুলের সূচনা করা হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ‘ইনস্টিটিউট অফ কালচার’-এর অধ্যক্ষস্বামী সুপর্ণানন্দজি মহারাজ। ছিলেন জুপিটার ওয়াগনস লিমিটেডের চেয়ারম্যান তথা ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি এমএল লোহিয়া, ইস্ট বেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার, কলকাতার গোয়েন্কা কলেজ অফ কমার্সের প্রাক্তন ভারপ্রাপ্ত সুজিত রায়, বিশ্বযোগের যোগীবিশ্ব, সুন্দরবন বিনোদপুর শিবম সোসাইটির সচিব দীপঙ্কর মণ্ডল।
স্কুল দত্তক নেওয়ার জন্য সাহা পরিবারের প্রশংসা করেছেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। স্কুলের ৩৫০ জন পড়ুয়ার সারা বছরের মধ্যাহ্নভোজের দায়িত্ব নিয়েছেন লোহিয়া। এ জন্য তাঁরও প্রশংসা করেছেন স্বামী সুপর্ণানন্দজি। লোহিয়া জানিয়েছেন, সাহা পরিবারের এই উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। যে বেলা সাহার নামে এই স্কুল, তাঁর একমাত্র পুত্র তথা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘‘আমার মা নিজের স্কুল জীবনে শীর্ষস্থান অধিকার করতেন। বিয়ের আঠারো বছর পরে কলেজের পড়াশোনা শুরু করেন। স্নাতকে ডিগ্রি অর্জন করেন। মা সব সময় মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ছিলেন।’’ বেলার মেয়ে সুচরিতা বলেন, ‘‘মায়ের স্মৃতিতে নামকরণ করা এই স্কুলের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে।’’