বিহারে বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ সমর্থিত দারভাঙ্গা জেলার হায়াঘাটের দলীয় প্রার্থী শ্যাম ভারতীর সমর্থনে রবিবার প্রচার চালালেন সিপিএমের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানে সিধৌলি ও পাহাড়পুরে ঝাঝরিতে জনসভাও হয়েছে। সেখান থেকেই সেলিম এবং বিহারের সিপিএমের রাজ্য সম্পাদক ললন চৌধুরীরা ক্ষমতাসীন বিজেপি এবং তাদের সঙ্গী জেডিইউ-কে তীব্র আক্রমণ করেছেন। ঔপনিবেশিক শাসনের উদাহরণকে সামনে রেখে সিপিএমের পলিটব্যুরো সদস্য সেলিম বলেছেন, “দেশে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় রয়েছে। আমরা যে ভাবে দীর্ঘদিন সংগ্রাম করে ব্রিটিশদের তাড়িয়েছিলাম, তেমনই বর্তমান শাসকের বিরুদ্ধেও আন্দোলন গড়তে হবে। ইতিহাস সাক্ষী, ক্ষমতা যখনই বেপরোয়া হয়েছে, পরিবর্তনের সূচনা হয়েছে বিহার থেকেই। আমরা বিহারে বিজেপি জোটকে হারাতে পারলে দেশ থেকেও তারা বিদায় নেবে।” হায়াঘাট বিধানসভা এলাকায় গত ১৫ বছর ধরে জিতে আসছেন ক্ষমতাসীন জেডিইউ, বিজেপি বিধায়কেরা। এই প্রেক্ষিতে ললন-সহ সিপিএম নেতৃত্ব বলেছেন, ১৫ বছরে মানুষ এখানে ‘প্রতারিত’ হয়েছেন। তাই শ্যাম ভারতীর মতো কর্মঠ প্রার্থীই এখানকার জন্য আদর্শ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)