এর আগে একাধিক বার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। গত ৬ এপ্রিলও তাঁকে তলব করা হয়। আগের দিন বীরভূম থেকে কলকাতায় পৌঁছলেও পরের দিন নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় অনুব্রত ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। এপ্রিলের শেষে তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানান যে, ২১ মে-র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।
গরুপাচার-কাণ্ড থেকে ভোট পরবর্তী হিংসা— একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করলেও, অসুস্থতার কারণে হাজিরা এড়িয়েছেন তিনি। অবশেষে বৃহস্পতিবার নিজাম প্যালেসে অনুব্রত হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরার জন্য আসতে পারেন তিনি। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চেয়ে অনুব্রত এ বার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে সিবিআই সূত্রে খবর।