রামনবমীর শোভাযাত্রায় ‘হামলা’র আশঙ্কা উড়িয়ে দিলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। প্রসঙ্গত, একই আশঙ্কার কথা শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। সেই সূত্রেই শনিবার শিবপুর আইআইইএসটি-র একটি অনুষ্ঠানে এসে সুকান্ত বলেছেন, “উনি (শুভেন্দু) যখন আশঙ্কা প্রকাশ করেছেন, তখন কিছু বুঝেই বলেছেন। আমরা কোনও সম্ভবনাই উড়িয়ে দিচ্ছি না। সবই হতে পারে।” প্রসঙ্গত, এর আগে ‘রামনবমী উদ্যাপন কমিটি’ নামে একটি মঞ্চ রাজ্যের ৪৩টি জায়গায় শোভাযাত্রায় হামলার আশঙ্কা করেছিল। সুকান্ত এ দিন শিবপুরের ওই অনুষ্ঠান সেরে ট্রেন ধরে মালদহের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি আজ, রবিবার মোথাবাড়ি যেতে পারেন। প্রসঙ্গত, মোথাবাড়িতে অশান্তির প্রেক্ষিতে ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি রয়েছে। সেই প্রসঙ্গে সুকান্তের বক্তব্য, “নিরাপত্তারক্ষী নিয়ে যাব না। সঙ্গে এক জন থাকবেন। তাতেও বাধা এলে প্রতিরোধ হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)