Advertisement
E-Paper

বাবরি মসজিদ ধ্বংসের ৩২তম বর্ষপূর্তিতেই অযোধ্যায় রামমন্দিরে রামলালার দর্শনে যেতে পারেন পদ্ম বিধায়কেরা

সব ঠিকঠাক চললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী শুক্রবার সকালের বিমানে অযোধ্যার উদ্দেশে রওনা হবেন তাঁরা। এ বছর ২২ জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের উদ্বোধন করেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:০১
BJP MLAs from Bengal may visit Ayodhya Ram Temple

—ফাইল চিত্র।

আগামী ৬ অগস্ট বাবরি মসজিদ ধ্বংসের বত্রিশ বছর পূর্ণ হবে। সেই দিনই রামমন্দিরে রামলালার দর্শন করতে অযোধ্যায় যেতে পারেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি বিধায়কেরা। সব ঠিকঠাক চললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী শুক্রবার সকালের বিমানে অযোধ্যার উদ্দেশে রওনা হবেন তাঁরা। এ বছর ২২ জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের উদ্বোধন করেন। সে দিনই জনসম্মুখে আনা হয় রামলালার মূর্তি। ফেব্রুয়ারি মাসে বিজেপি বিধায়কদের অযোধ্যা যাওয়ার কর্মসূচি ঠিক হলেও লোকসভা ভোটের ব্যস্ততার কারণে তা বাতিল হয়ে যায়। ভোটে উত্তরপ্রদেশে অপ্রত্যাশিত ভাবে খারাপ ফল করেছিল বিজেপি। এমনকি অযোধ্যার লোকসভা আসন ফৈজাবাদ কেন্দ্রেও বিজেপি সাংসদ লাল্লু সিংহকে হারিয়ে জয়ী হন সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা অবধেশ প্রসাদ। গত লোকসভা ভোটে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনেও ব্যর্থ হয় বিজেপি।

অন্য দিকে, সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের সঙ্গে উত্তরপ্রদেশের ন’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে আবার হারানো জমি ফিরে পেয়েছে যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকার। তাই আবার নতুন উদ্যমে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রামমন্দিরকে তাদের বড়সড় সাফল্য হিসেবে জাতীয় রাজনীতিতে তুলে ধরতে চাইছে বলেই মনে করছেন জাতীয় রাজনীতির কারবারিরা। তাই সারা দেশের বিজেপি নেতারা আবার অযোধ্যামুখী হয়েছেন। পালে হাওয়া লাগিয়ে এ বার পশ্চিমবঙ্গ বিজেপির বিধায়কেরা যেতে পারেন অযোধ্যায়। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনের কারণে বেশির ভাগ বিধায়ক কলকাতায় থাকবেন। আর শুক্র থেকে রবিবার টানা তিন দিন বিধানসভার অধিবেশনে বিরতি রয়েছে। তাই এই তিন দিনেই রামলালার দর্শন করে কলকাতা ফিরে আসতে চান বিজেপি বিধায়কেরা।

শেষ মুহূর্তে কোনও কর্মসূচি বা অনুষ্ঠান না থাকলে বেশির ভাগ বিধায়কই অযোধ্যায় যাবেন বলে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর। তা ছাড়া লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলের পর, হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো ‘কঠিন’ রাজ্যের বিধানসভা নির্বাচনে যে ভাবে বিজেপি বৈতরণী পার হয়েছে, তাতে আবার দল কট্টর হিন্দুত্বের লাইনেই এগোতে চাইছে। আর সেই অস্ত্রে শান দিতেই অযোধ্যার রামমন্দির দর্শনে যাওয়াকে অন্যতম হাতিয়ার করতে চাইছেন বঙ্গ বিজেপির নেতারা। শুক্রবার অযোধ্যা গিয়ে রামলালার দর্শন করে ওই দিনই কলকাতায় ফিরতে পারেন বিরোধী দলনেতা। তবে এমন কিছু বিধায়ক রয়েছেন, যাঁরা অযোধ্যায় থেকে কয়েক বার রামলালার দর্শন করতে চান। তাই তাঁদের রবিবার পর্যন্ত অযোধ্যায় থাকার অনুমতি দেওয়া হতে পারে। কারণ, ৯-১০ তারিখে বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দু’দিন বিরোধী দলনেতা সব বিজেপি বিধায়ককে অধিবেশনে থাকতে বলেছেন বলেই সূত্রের খবর।

তবে বিজেপি পরিষদীয় দল থেকে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি গত জানুয়ারি মাসে রামমন্দির উদ্বোধনের সময়ই অযোধ্যায় রামলালার দর্শন করে এসেছেন। তিনি আবারও রামলালার দর্শন পেতে অযোধ্যা যেতে চান বলে জানিয়েছেন। এক বিজেপি বিধায়কের কথায়, ‘‘১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল বলেই যে আমরা ওই দিনই অযোধ্যায় যাচ্ছি এমনটা নয়। কারণ, বিধানসভার শীতকালীন অধিবেশনে তিন দিনের বিরতি রয়েছে, তাই সেই সুযোগেই আমরা রামমন্দির দেখতে যাচ্ছি।’’

BJP MLA BJP Ram Mandir Ayodhya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy