Advertisement
E-Paper

‘বয়ঃসীমায় কোনও ছাড় মিলবে না’! ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

আবেদনকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, এর আগেও আদালত এই ধরনের একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দিয়েছিল। অন্য দিকে, প্রাথমিক বোর্ডের যুক্তি ছিল, ২০১৬ সালের রুলে কোনও ভাবেই হস্তক্ষেপ করা যায় না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:৩২
Calcutta High Court dismisses pleas of TET 2022 pass candidates for age relaxation

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বয়ঃসীমায় ছাড়ের সুবিধা নিয়ে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাওয়ার আর্জি মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নাকচ করে দিয়েছে।

আবেদনকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, এর আগেও আদালত এই ধরনের একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দিয়েছিল। অন্য দিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি ছিল, ২০১৬ সালের রুল চ্যালেঞ্জ করা হয়নি। ওই রুলে কোনও ভাবেই হস্তক্ষেপ করা যায় না। বিচারপতি বসু তাঁর পর্যবেক্ষণে বলেছেন, ‘‘তৎকালীন একক বেঞ্চে পর্ষদের যুক্তি আলাদা ছিল।’’

এই মামলায় আবেদনকারী পক্ষের যুক্তি ছিল, তাঁরা টেট পাশ করেছেন ২০২২ সালের শেষপর্বে। কিন্তু তার আড়াই বছর পরেও প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত না-হওয়ার ফলে নিয়োগের জন্য আবেদন করার বয়ঃসীমা পেরিয়ে গিয়েছে অনেকের। গত সেপ্টেম্বরে ১৩ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু না হওয়ায় প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সেই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু ২০২২ সালের উত্তীর্ণদের বয়সের ছাড় না থাকায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

Primary Recruitment Case TET Upper Primary Teacher Recruitment 2025 upper primary school West Bengal Board of Primary Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy