খাবারে ভেজাল ও কৃত্রিম রং ব্যবহারের নিয়ন্ত্রণে এবং গুণগত মান নিয়মিত যাচাইয়ে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। কাঁচা আনাজ, ফল, মাছ, মাংস, দুধ, রাস্তার খাবার, প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি, পানীয়ে কৃত্রিম রঙের ব্যবহার রুখতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। বৃহস্পতিবার শুনানিতে নিজেদের অবস্থান এবং এ বিষয়ে পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দেয় রাজ্য। সেই রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। তবে কোর্টের নির্দেশ, এই সক্রিয়তা রাজ্যের স্বাস্থ্য দফতরকে বজায় রাখতে হবে।
পাশাপাশি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, খাদ্য সুরক্ষা বিষয়ক আধিকারিক পদ শূন্য থাকলে সেই পদে রাজ্যকে নিয়োগ করতে হবে। এ দিন মামলার নিষ্পত্তিও করেছে কোর্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)