অর্থ লগ্নি সংস্থা সারদা ও রোজ ভ্যালি তদন্তে আবার প্রবল ভাবে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নতুন করে ডেকে জেরা করা হচ্ছে রাজনীতিবিদ তথা প্রভাবশালী ব্যক্তিদের। সেই সঙ্গে চেপে ধরা হচ্ছে আমলাদেরও।
বৃহস্পতিবার সল্টলেকে ইডি-র দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদ তাপস পালকে। তিনি হাজির হননি। বুধবারেই অসুস্থতার কথা বলে চিঠি দিয়ে আরও তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি। আজ, শুক্রবার ইডি-তে হাজির হওয়ার কথা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রভাব খাটিয়ে রোজ ভ্যালি থেকে ‘সুবিধা’ নেওয়ার অভিযোগ রয়েছে শাসক দলের ওই দুই সাংসদের বিরুদ্ধে।
সারদা ও রোজ ভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় রাজ্য সরকারের দুই আমলাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের মধ্যে দীনবন্ধু ভট্টাচার্য অবসর নিয়েছেন। অন্য জন রাঘবেন্দ্র সিংহ এখন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রকে ডেপুটেশনে রয়েছেন। রাঘবেন্দ্রকে জেরা করা হয়েছে দিল্লিতে। বৃহস্পতিবার দীনবন্ধুবাবুকে সল্টলেকে ডেকে পাঠানো হয়েছিল।