বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশের অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন পক্ষকে ‘হুঁশিয়ারি’ দিয়ে তাঁর মন্তব্যের জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার চেষ্টা হতে পারে বলে রাজ্য পুলিশকে সতর্ক-বার্তা পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্য পুলিশের তরফে মঙ্গলবার রাত পর্যন্ত এই নিয়ে কিছু বলা হয়নি। তবে কেন্দ্রীয় সূত্রের খবর, ২৪ থেকে ২৬শে ডিসেম্বরের জন্য বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। দু’টি বাংলাদেশী জঙ্গি সংগঠন ওই হামলার পরিকল্পনা করতে পারে এবং তার জন্য তিন দুষ্কৃতীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা-তথ্যে দাবি করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু ‘জ়েড ক্যাটিগরি’র নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। হামলার আশঙ্কায় ওই কেন্দ্রীয় বাহিনীকেও সতর্ক-বার্তার কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিরোধী দলনেতার প্রকাশ্য কর্মসূচি, জনসভার উপরে বাড়তি নদর রাখতে বলা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)