Advertisement
E-Paper

আরজি কর দুর্নীতি: বুধবার চার্জ গঠনের শুনানি, মামলা থেকে অব্যাহতি চেয়ে আর্জি অভিযুক্ত সন্দীপের

আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্তের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬
আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ।

আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ। —ফাইল চিত্র।

আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় বুধবার শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। এই মামলায় অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্ত— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। মামলা থেকে অব্যাহতির জন্য মঙ্গলবার আদালতে আবেদন জানান সন্দীপ, বিপ্লব এবং আফসর। বুধবার চার্জ গঠন প্রক্রিয়ার পাশাপাশি তাঁদের আবেদনেরও শুনানি রয়েছে।

কলকাতা হাই কোর্ট ইতিমধ্যে আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে বলেছে। গত ২৮ জানুয়ারি হাই কোর্টে সিবিআই জানায়, বিচারপ্রক্রিয়ার জন্য অভিযুক্তদের সম্মতি নেওয়া হয়েছে এবং রাজ্যের অনুমোদনও মিলেছে। সে কথা শুনেই হাই কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয়।

শেষ পর্যন্ত বুধবার থেকে চার্জ গঠনের শুনানি শুরু হচ্ছে। তার আগে মঙ্গলবার আলিপুর আদালতে মামলার শুনানিতে ফের এক নথি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন অভিযুক্তের আইনজীবীরা।

সুমনের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তাঁদের প্রায় ১৫ হাজার পাতার নথি দিয়েছে সিবিআই। কিন্তু সেখানে কোনও সূচিপত্র দেওয়া হয়নি। তিনি বলেন, “আমরা কি ভগবান! ১৫ হাজার পাতায় কোনও পৃষ্ঠা সংখ্যা নেই। লুজ় কাগজ দেওয়া হয়েছে আমাদের। আমরা কী ভাবে লড়ব? আমরাও ন্যায্য বিচার চাই।” আলিপুর আদালতে শুনানির সময়ে ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি অজমল কসাবের প্রসঙ্গও উঠে আসে। সুমনের আইনজীবীর বক্তব্য, “কসাবেরও ন্যায্য বিচার হয়েছে। তিনি ন্যায্য বিচার পেলে আমরা পাব না কেন!” কী পরিমাণ নথি দেওয়া হয়েছে, সেটিও আদালতে দেখান আইনজীবী।

অভিযুক্তের আইনজীবী জানান, সিবিআইয়ের তরফে তাঁদের বলা হচ্ছে নথিতে চিহ্নিত করে দেওয়া হয়েছে। কিন্তু এই কাগজ দেখে কী ভাবে তাঁরা সেটি বুঝবেন! তা নিয়ে প্রশ্ন তোলেন সুমনের আইনজীবী। এজলাসে পর পর কাগজ তুলে দেখাতে থাকেন তিনি। সিবিআইয়ের আইনজীবী জানান, এ ভাবে মাঝখান থেকে নথি দেখালে সমস্যা হবে। কোথাও কোনও কাগজ না পেলে তা সিবিআইকে জানানোর জন্য বলেন তিনি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর বক্তব্যে এক মত নন অভিযুক্তের আইনজীবী। তাঁর প্রশ্ন, কোন নথি পাওয়া যায়নি, সেটি বোঝা যাবে কী ভাবে? তিনি বলেন, “আমি এখান থেকে ১৫টি পাতা সরিয়ে দিলে বুঝতে পারবেন কোনটি সরানো হল?” একই অভিযোগ জানান সন্দীপ এবং আফসর আলির আইনজীবীও। সন্দীপের আইনজীবী জানান, নথি খতিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময় চাই। সন্দীপবাবু সব নথি দেখে জানাতে পারবেন তাঁর কী বক্তব্য রয়েছে।

RG Kar Financial Irregularity Sandip Ghosh RG Kar Protest Alipore Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy