তৃণমূলের দলীয় মুখপত্রের শারদীয়া সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে গান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এক সুরে গলা মেলালেন গায়ক ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়। ওই মঞ্চেই মমতার হাতে পিয়ানিকা তুলে দেন বাবুল। মমতা সেটি বাজিয়েও দেখেন।
মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের দলীয় মুখপত্রের শারদীয়া সংখ্যা প্রকাশের অনুষ্ঠান হয়। সেখানেই উপস্থিত ছিলেন মমতা। তিনি ছাড়া ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেক নেতা-মন্ত্রী। ওই মঞ্চেই বই ও সিডি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি উপস্থিত গায়কদের সঙ্গে গলা মিলিয়ে 'জাগো দুর্গা' গানটি করেন। পাশাপাশি, মমতা জানান, বাংলা গান, সংস্কৃতিকে কীভাবে 'ফাটাফাটি' করা যায় তার চিন্তা ভাবনা করবে সরকার।