Advertisement
E-Paper

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: নবান্নের নির্দেশিকা গেল জেলাশাসকদের কাছে, দেওয়া হল তিনটি পরামর্শ

মঙ্গলবার সকালে রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মূলত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও কার্যকর করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৩:৪৬
Chief Secretary’s strong message on ‘Amader Para, Amader Samadhan’ camp

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। —ফাইল চিত্র।

চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। সেই কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাজ্যের সব শীর্ষ আধিকারিককে। এই কর্মসূচির গুরুত্ব বোঝাতে মঙ্গলবার সকালে রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মূলত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও কার্যকর করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, শিবির সফল করতে মূলত তিনটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বলেছেন মুখ্যসচিব। প্রত্যেক ক্ষেত্রেই যে তাঁর সজাগ দৃষ্টি থাকবে, সে বিষয়েও জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন তিনি।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যে তিনটি নির্দেশ দিয়েছেন, তার প্রথমটি হল, এই শিবিরগুলির প্রচার আরও জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায়, কখন ক্যাম্প বসছে। দ্বিতীয় নির্দেশে বলা হয়েছে, শিবির চলাকালীন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পুরো সময় উপস্থিত থাকা বাধ্যতামূলক। তৃতীয়ত বলা হয়েছে, এমন জায়গাতেই শিবির করতে হবে, যেখানে সাধারণ মানুষ সহজে পৌঁছাতে পারেন।

সোমবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি জানান, সোমবার পর্যন্ত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে এখনও পর্যন্ত ২.১৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। আর মঙ্গলবার সকালেই জেলাশাসকদের বৈঠক করে সক্রিয়তা বাড়াতে নির্দেশ দিলেন তিনি। উল্লেখ্য, গত শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে ৬৩২টি শিবির চালু হয়েছে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।

লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতা-সহ মোট ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলছে এই শিবিরগুলিতে। এই উদ্যোগের লক্ষ্য সরকারি পরিষেবাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রশাসনের দাবি, এই শিবিরে রেকর্ড সংখ্যক মানুষের অংশগ্রহণ ইতিমধ্যেই রাজ্যে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই কর্মসূচি শুরু করিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মসূচি চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

Amader Para Amader Samadhan Chief Secretary of West Bengal Manoj Pant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy