বাংলায় সুস্থ গণতন্ত্রের পরিবেশ নেই বলে সরব হলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মানবাধিকার শাখার আয়োজনে রবিবার শরৎ বোস রোড ও বেলতলা রোডের সংযোগস্থলে একটি অনুষ্ঠানে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভ ও বাড়ির সামনে পোস্টার লাগানোর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রদীপবাবুর প্রশ্ন, গণতন্ত্রের মর্যাদা থাকলে বিচার ব্যবস্থাকে ঘিরে এমন গুন্ডামি হয় কী করে? শাসক তৃণমূল কংগ্রেস ওই ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। প্রদীপবাবুর বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তা হলে নেওয়া হচ্ছে না কেন? অনুষ্ঠানে ছিলেন মায়া ঘোষ, মিতা চক্রবর্তী, তুলসী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষেরা। অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের হাতে পড়াশোনার সরঞ্জামও তুলে দিয়েছেন তাঁরা।