ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া শুরুর আগে নির্বাচন কমিশনের দল যখন রাজ্যে এসে প্রস্তুতি খতিয়ে দেখছে, সেই সময়ে সাংগঠনিক প্রস্তুতির জন্য তৎপর হল কংগ্রেস। মৌলালি যুব কেন্দ্রে বুধবার প্রদেশ কংগ্রেসের আয়োজনে এই সংক্রান্ত কর্মশালা থেকে দলের জেলা সভাপতিদের বার্তা দেওয়া হল, আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট জেলা থেকে বুথ লেভল এজেন্টদের (বিএলএ) নামের তালিকা নেতৃত্বের কাছে জমা দিতে হবে।
কর্মশালায় বক্তা ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক ও বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, প্রসেনজিৎ বসু প্রমুখ। দেশের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলার পাশাপাশি মীর বলেছেন, এ রাজ্যে প্রথমে ৩৪ বছর এবং পরে ১৫ বছর ক্ষমতাসীন দলের আমলে দেদার ‘ভোট চুরি’ হয়েছে! এসআইআর প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন প্রসেনজিৎ। বিহারে সীমাঞ্চলে যে ভাবে সংখ্যালঘু ও দলিত বহু ভোটারের নাম কাগজপত্রের অভাবে বাদ গিয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে বাংলায় সতর্কতা ও প্রস্তুতির কথা বলেছেন অমিতাভ। পরে উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি তারক পালের উদ্যোগে ‘ভোট অধিকার সম্মেলন’ ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযানেও গিয়েছিলেন মীর ও শুভঙ্কর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)