হুমকি ফোন ও চিঠি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে তাঁর অভিযোগ, ঠাকুরপুকুর থানা এলাকার জেমস লং সরণির এক ব্যক্তি আশুতোষের মা'কে ফোন মারফত হুমকি দিয়ে এবং চিঠি লিখে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন। আগামী ১০ দিনের মধ্যে সেই টাকা না দিলে খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। চিঠিতে আশুতোষের মায়ের নামে অশালীন মন্তব্যও করা হয়েছে। অভিযোগপত্রে আশুতোষ লিখেছেন, তাঁর মা এক জন প্রতিষ্ঠিত চিকিৎসক। এই ঘটনায় তিনি মানসিক আঘাত পেয়েছেন। আর জি করের ঘটনা উল্লেখ করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি কলকাতার নগরপালের কাছে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন কংগ্রেস নেতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)