আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার দাবিতে এবং তাঁদের সঙ্গে অন্যায় চলবে না, এই ডাক দিয়ে ‘ভাগীদারি ন্যায় সম্মেলন’ করেছে কংগ্রেস। সেই বিষয়েই সোমবার বিশদে জানানোর পাশাপাশি এই কেন্দ্রীয় সরকারের আমলে অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ তুললেন এআইসিসি-র ওবিসি বিভাগের আহ্বায়ক কাথি ভেঙ্কটস্বামী। প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে সোমবার ভেঙ্কটস্বামী বলেছেন, “আমাদের যেটুকু হক, আমরা সেটুকুই পাওয়ার জন্য দাবি জানাচ্ছি। কিন্তু এই সরকারের আমলে হকের ভাগ মিলছে না। ওবিসিদের এখনও সাংবিধান মেনে সংরক্ষণ দেওয়া হচ্ছে না।”
এর সঙ্গেই বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে তাঁর মন্তব্য, “কংগ্রেস ঐতিহাসিক ভাবে সব গোষ্ঠীর স্বার্থে কাজ করে। আর বিজেপি ভাষা, খাবার, ধর্মকে কেন্দ্র করে বিদ্বেষ তৈরি করে।” দলের নীতির কথা বাংলার ওবিসি-দের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও বার্তা দিয়েছেন ভেঙ্কটস্বামী। তাঁর সঙ্গেই এ দিন অনগ্রসর শ্রেণির অধিকার রক্ষার দাবিতে সরব হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের ওবিসি বিভাগের চেয়ারপার্সন মায়া ঘোষ-সহ অন্যেরাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)