সাম্প্রতিক বৃষ্টিতে উত্তর কলকাতার ৩২ নম্বর ওয়ার্ডের ঘোষবাগানে উত্তর কলকাতা জেলা কংগ্রেসেরে প্রাক্তন প্রয়াত সভাপতি প্রণব বসুর বাড়ির একাংশ ভেঙে গিয়েছে। সেই ঘটনাকে সামনে রেখে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। ঘটনাস্থলে কংগ্রেস রবিবার প্রতিনিধিদল পাঠিয়েছিল। সেই দলে ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী, দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায়চৌধুরী প্রমুখ। তাঁরা জানিয়েছেন, রাজনৈতিক ভাবেও ঐতিহ্যপূর্ণ এই বাড়িতে প্রিয়রঞ্জন দাসমুন্সি-সহ বাংলার এক সময়ের তাবড় কংগ্রেস নেতৃত্বের আনাগোনা ছিল। নেতৃত্বের অভিযোগ, কলকাতা পুরসভা ‘বিপজ্জনক বাড়ি’, শুধুমাত্র এই মর্মে বোর্ড লাগিয়ে দিয়েই নিজেদের দায় সারে। বৃষ্টিতে বাড়িটির পিছন দিকের একাংশ ভেঙে গিয়েছে এবং ছ’জন জখম হয়েছেন। কংগ্রেস নেতৃত্ব এ দিন এলাকাবাসীর সঙ্গেও কথা বলেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)