Advertisement
০৫ মে ২০২৪
Humayun kabir

ফের বিতর্কিত মন্তব্য বিধায়ক হুমায়ুনের

তৃণমূল সাংসদ আবু তাহের খান পরে বলেন, ‘‘আমি ওই মঞ্চেই ছিলাম। তবে এই সব বক্তব্য একান্তই হুমায়ুন কবীরের নিজের। তাঁর বক্তব্যকে দল সমর্থন করে না।’’

Picture of Humayun Kabir.

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হরিহরপাড়া শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪৭
Share: Save:

ফের বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

শনিবার দুপুরে হরিহরপাড়ার তৃণমূল কার্যালয়ে ইমাম, মুয়াজ্জিনদের সংবর্ধনা সভায় হুমায়ুন এ দিন বলেন, ‘‘মহিলাদের রাজনৈতিক দলের সভা, মিছিলে যেতে বারণ করুন। কারণ, তাতে মহিলাদের পর্দা থাকছে না।’’ ইমামদের উদ্দেশ্যেও হুমায়ুনের বক্তব্য, ‘‘রাজ্য সরকার ভাতা দিচ্ছে বলেই রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নিজেদের সম্মান নষ্ট করবেন না।’’ বিধায়কের মন্তব্যে অস্বস্তিতে পড়ে দল। তৃণমূল সাংসদ আবু তাহের খান পরে বলেন, ‘‘আমি ওই মঞ্চেই ছিলাম। তবে এই সব বক্তব্য একান্তই হুমায়ুন কবীরের নিজের। তাঁর বক্তব্যকে দল সমর্থন করে না।’’

তবে সভার পরেও হুমায়ুন বলেন, ‘‘মেয়েরা রাস্তায় বেরোলে পর্দা থাকছে না। মুখ্যেমন্ত্রীর সাগরদিঘির সভাতেও দেখলাম, তাঁদের দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে। অনেক মহিলা বসার জায়গা পাচ্ছেন না, তাতে তাঁদের সম্মান নষ্ট হচ্ছে। ইসলামে পর্দার কথা বলা হয়েছে, সে কথাই বলেছি।’’ এ প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লার দাবি, ‘‘ওই তৃণমূল বিধায়ক যে মন্তব্য করেছেন তা তালিবানি হুমকির মতো।’’

তবে ইমাম সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ওই সব বক্তব্য বিধায়কের ব্যক্তিগত। আমরা চাই মহিলারা বাইরে বেরোলেও পর্দার সঙ্গে বেরোন। আমরা তাঁদের নিষেধ করতে পারি না। ইমাম, মুয়াজ্জিনদেরওব্যক্তিসত্তা রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Humayun kabir TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE