মারা গেলেন করোনায় আক্রান্ত নয়াবাদের বৃদ্ধ। গত কয়েক দিন ধরে তিনি পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ওই হাসপাতালের তরফে বুধবার বিকেলে জানানো হয়েছে, ওই করোনা-আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ওই হাসপাতালের এক চিকিত্সক সুদীপ্ত মিত্র বলেন, “এ দিন বিকেল ৪টে নাগাদ তিনি মারা গিয়েছেন। বিষয়টি পুরসভা ও স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।”
নয়াবাদের ওই বৃদ্ধ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।পরিবারের দাবি, তাঁর বিদেশ যাওয়ার কোনও যোগ ছিল না। গত ১২ মার্চ তিনি পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। ১৩ মার্চ সেই বিয়ে এবং ১৫ মার্চ বৌভাতের অনুষ্ঠান সেরে গিয়েছিলেন দিঘায়। তার পর থেকেই তাঁর জ্বর আসে। ২২ মার্চ তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মার্চ তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে কোভিড-১৯ পজিটিভআসে।তার পর থেকে ওই হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি।