অতিমারি পরিস্থিতিতে রাজ্যে স্কুল খোলার দাবিতে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। আদালতে তাঁর আবেদন, দীর্ঘ দিন স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। স্কুল খুলে তাঁদের ফের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক সরকার।
করোনা আবহে ভার্চুয়াল ক্লাস হচ্ছে অনেক জায়গায়। কিন্তু অনলাইন মাধ্যম পড়াশোনার সঙ্গে মানাতে পারছেন না অনেক পড়ুয়াই। অভিযোগ, অনলাইন পরিকাঠামোর অভাবেই বেড়েছে স্কুলছুটের সংখ্যা। এই আবহে স্কুল খোলার দাবিতে এ নিয়ে চারটি মামলা দায়ের হল হাই কোর্টে। মামলাকারীদের মধ্যে রয়েছে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ।