Advertisement
০৭ মে ২০২৪
Maynaguri

মাস্ক না পরে রাস্তায়, ময়নাগুড়িতে গ্রেফতার ২৪, বিপর্যয় মোকাবিলা আইনে মামলা দায়ের

বার বার সতর্ক করা সত্ত্বেও মাস্ক পরা নিয়ে গা ছাড়া মনোভাব চোখে পড়ছে।

মাস্ক না পরায় গ্রেফতার পুলিশের হাতে।

মাস্ক না পরায় গ্রেফতার পুলিশের হাতে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ময়নাগুড়ি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৯:১৪
Share: Save:

বার বার সতর্ক করা সত্ত্বেও মাস্ক না পরেই প্রকাশ্যে। ময়নাগুড়ি থেকে ২৪ জনকে গ্রেফতার করল পুলিশ। করোনা বিধির পালন হচ্ছে কি না দেখতে মঙ্গলবার রাস্তায় নামেন স্বয়ং বিডিও। সঙ্গে ছিল পুলিশও। সেখানে ব্যাপক ধরপাকড় চালানো হয়।

ভোটের মরসুম পেরোতেই করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সক্রিয় হয়েছে পুলিশ ও প্রশাসন। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন বিডিও শুভ্র নন্দী এবং আইসি ভূষণ ছেত্রী। রাস্তায় রাস্তায় ঘুরে অভিযান চালানো হয়। তাতে দেখা যায় ওষুধের দোকানের মালিকের মুখে পর্যন্ত মাস্ক নেই।

করোনমা নিয়ে ইতিমধ্যে দফায় দফায় সচেতনতা অভিযান চালানো হয়েছে ময়নাগুড়িতে। তার পরেও এমন গা ছাড়া মনোভাব দেখানোয় মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest police COVID-19 coronavirus Maynaguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE