Advertisement
১৯ মে ২০২৪
Coronavirus Lockdown

ভিন রাজ্যে আটকে পড়াদের ফেরানোর প্রক্রিয়া শুরু, টুইট মমতার

মুখ্যমন্ত্রী এ দিন আশ্বাস দিয়েছেন, ‘‘কোটায় আটকে পড়া পড়ুয়ারা শীঘ্রই রাজ্যে ফেরা শুরু করবেন।’’

ভিন রাজ্যে আটকে পড়াদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

ভিন রাজ্যে আটকে পড়াদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৭:৪১
Share: Save:

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক। তার বাইরেও কর্মসূত্রে, চিকিৎসা বা পড়াশোনার জন্য গিয়েও অনেকে বিপাকে পড়েছেন। এ বার তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইটারে তাঁর আশ্বাস, ভিন রাজ্যে আটকে পড়াদের ঘরে ফেরানোর সব রকম চেষ্টা করবে পশ্চিমবঙ্গ সরকার। সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়ে তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘ভিন রাজ্যে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করবে রাজ্য সরকার। সংশ্লিষ্ট আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দিয়েছি। আমি যতক্ষণ এখানে আছি, বাংলার কেউ যেন অসহায় মনে না করেন। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি।’’

শুধু নির্দেশ দেওয়াই নয়, তিনি নিজে বিষয়টির তদারকি করছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘সবাই যাতে সব রকম সাহায্য পান, তার জন্য যা কিছু করা সম্ভব, তার কোনওটাই ছাড়া হবে না। আমি নিজে বিষয়টির তদারকি করছি। পরিকল্পনা শুরু হয়েছে।’’

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে গিয়ে রাজস্থানের কোটায় এ রাজ্যের প্রায় ৫০০০ পড়ুয়া আটকে পড়েছেন। মুখ্যমন্ত্রী এ দিন আশ্বাস দিয়েছেন, ‘‘কোটায় আটকে পড়া পড়ুয়ারা শীঘ্রই রাজ্যে ফেরা শুরু করবেন।’’

আরও পড়ুন: হটস্পটে একই রকম কড়াকড়ি, বললেন মোদী, বাকি সিদ্ধান্ত পরে

আরও পড়ুন: দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁইছুঁই, করোনায় মৃত্যু বেড়ে ৮৭২

গত ২৪ এপ্রিল প্রথম দফায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর দ্বিতীয় দফায় সেই লকডাউনের মেয়াদ বেড়েছে ৩ মে পর্যন্ত। প্রথম দফায় লকডাউন ঘোষণার পর থেকেই ভিন রাজ্যে আটকে রয়েছেন এ রাজ্যের বহু মানুষ। ফলে তাঁরা কর্মস্থলে অথবা ত্রাণ শিবিরে প্রচণ্ড দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তাঁরা অনেকটাই স্বস্তি পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE