রাজ্যের কোথায় কী ধরনের দোকান খুলবে, সেই সিদ্ধান্ত আগামিকাল, সোমবার চূড়ান্ত করবে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
কোথায় কী ধরনের ছাড় দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাস্তব পরিস্থিতি বুঝে তা কার্যকর করা বা নিষেধাজ্ঞা বহাল রাখা সংশ্লিষ্ট রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। কয়েক দিন আগে প্রশাসনিক শীর্ষ কর্তারা জানিয়েছিলেন, শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার। কিন্তু এ দিনের পরিবর্তে সেই নির্দেশিকা প্রকাশিত হওয়ার কথা সোমবার। তার আগে কোন এলাকায় কোন দোকান খুলবে, কোন দোকান খুললে সমস্যা হবে বা হবে না, কোথাও দোকান খুললে বা যানবাহন-সহ অন্য গতিবিধি চালু করলে তার বিরূপ প্রতিক্রিয়া হবে কি না, কী ভাবে সরকার অনুমতি দেবে, ইত্যাদি যাচাই করবে রাজ্য।
বেশ কয়েক দিন আগে কেন্দ্রীয় সরকার দোকান খোলার নির্দেশিকা দিয়েছিল। তখনই রাজ্য কেন্দ্রের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছিল। কারণ, রাজ্যের যুক্তি, এক দিকে যখন কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে, তখন উপযুক্ত ব্যাখ্যা ছাড়া যত্রতত্র দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। এর মধ্যে প্রশাসনিক কর্তারা নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
আরও পড়ুন: করোনা-যুদ্ধে জয়ী মা, সাক্ষী নবজাতক
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)