দু’বছরের আইনি লড়াইয়ের পর আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশে জয়ের সম্ভাবনা দেখছেন পঞ্চায়েত ভোটের তৃণমূল প্রার্থী। নদিয়ায় রানাঘাট ২ ব্লকের আইসমালি পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর আবেদনের ভিত্তিতে পুনর্গণনার নির্দেশ দিল রানাঘাট মহকুমা আদালত। বিচারক সুইটি যাদব রানাঘাট ২ ব্লকের বিডিওকে নির্দিষ্ট একটি বুথের পুনর্গণনার নির্দেশ দিয়েছেন। পরাজিত তৃণমূল প্রার্থীর অভিযোগ, মাত্র পাঁচ ভোটে পরাজিত হওয়ার পর রিটার্নিং অফিসারের কাছে দ্বিতীয় বার ভোটগণনার আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। তাঁর আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত।
২০২৩ সালের পঞ্চায়েত ভোটে রানাঘাট ২ ব্লকের অন্তর্গত আইসমালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন নার্গিস বিশ্বাস। ভোটে সিপিএমের রেখা খাতুন মণ্ডলের কাছে তিনি পরাজিত হন মাত্র পাঁচ ভোটে। এর পরেই পুনর্গণনার আর্জি জানান ওই প্রার্থী। সেই মতো নির্বাচনী আধিকারিক তথা রানাঘাট ২-এর বিডিওকে লিখিত ভাবে সেই আবেদনও জানান। সেই আবেদন নাকচ করে দেন তৎকালীন বিডিও। এর পরেই পুনর্গণনার আর্জি জানিয়ে রানাঘাট আদালতে মামলা দায়ের করেছিলেন নার্গিস।
আদালতে শুনানির সময় মামলাকারীর আইনজীবী জানান, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী সিপিএম প্রার্থী পেয়েছিলেন ৪৬৮ ভোট। পরাজিত তৃণমূল প্রার্থী অর্থাৎ তার মক্কেল নার্গিস পেয়েছিলেন ৪৬৩ ভোট। নার্গিস বলেন, ‘‘আবেদন জানানোর পরেও আমি বঞ্চিত হয়েছিলাম। তৎকালীন বিডিও ফের ভোট গণনা করতে চাননি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, ওই পার্টে গণনা সঠিক হয়নি। আমার জেতার কথা। তাই চেয়েছিলাম পুনরায় তা গুনে দেখা হোক। শেষ পর্যন্ত আদালত সেই রায় দিল।’’
তাঁর আইনজীবী বলেন, ‘‘মক্কেলের হয়ে আমি আবেদন জানিয়েছিলাম ওই পার্টে ফের গণনা করা হোক। রানাঘাট মহকুমা আদালতের বিচারক আমাদের সেই আবেদনের সাড়া দিয়েছেন। তিনি পুনর্গণনার নির্দেশ দিয়েছেন। আমরা প্রশাসনের কাছে যে সহযোগিতা পাইনি, তা আদালতের কাছে পেয়ে কৃতজ্ঞ।’’
রানাঘাট ২ ব্লকের বর্তমান বিডিও শুভজিৎ জানা বলেন, ‘‘নির্দেশ মোতাবেক অবশ্যই পুনর্গণনা হবে।’’