পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এখানে তৃতীয় শক্তি হিসাবে বামপন্থার পুনর্জাগরণ জরুরি বলে দাবি করলেন সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। কলকাতা প্রেস ক্লাবে সোমবার তিনি বলেছেন, “রাজ্যে তৃণমূল সরকার গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। তৃণমূলকে হারিয়ে বিজেপিকে আনলে সব সমস্যা মিটবে, এই ধারণা ভুল। বিজেপির সম্পর্কে সচেতন থাকতে হবে।” এই সূত্র ধরেই বিজেপির ‘সাম্প্রদায়িক রাজনীতি’ ও তৃণমূলের বিরুদ্ধে ‘দুর্নীতি ও সন্ত্রাসে’র অভিযোগে সরব হয়েছেন তিনি। ১৮ থেকে ২০ নভেম্বর নৈহাটি ঐকতান ভবনে লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলন হবে। আজ, মঙ্গলবার ‘বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ’ শীর্ষক প্রকাশ্য আলোচনাসভায় বক্তৃতা করার কথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই-এর স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, আরএসপি-র তপন হোড়, এসইউসি-র চণ্ডীদাস ভট্টাচার্যদের। লিবারেশেনর রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বলেছেন, “সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের দ্বিদলীয় মেরুকরণ ভেঙে বাম-আন্দোলনের দিশা নির্ধারণই হবে মুখ্য আলোচ্য বিষয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)