চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সে দেশে সফরে গেলেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক এম এ বেবির নেতৃত্বে সিপিএমের ৬ সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল বেজিং রওনা হয়েছেন সোমবার বেশি রাতে। বেবি ছাড়াও প্রতিনিধিদলে আছেন বাংলার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ত্রিপুরায় রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং পলিটব্যুরোর আরও এক সদস্য আর অরুণ কুমার। এ ছাড়াও, সফরকারী দলে আছেন কেন্দ্রীয় কমিটির দুই নেত্রী কে হেমলতা এবং সি এস সুজাতা। এক সপ্তাহের সফরে চিনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সঙ্গে উন্নয়নের নীতি এবং অন্যান্য রাজনৈতিক বিষয়ে তাঁদের মত বিনিময় হওয়ার কথা। দু’দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে যে আদানপ্রদানের সমঝোতা আছে, এই সফর তারই অঙ্গ।