Advertisement
০৩ মে ২০২৪
Rabin Mondal

প্রয়াত হলেন সিপিএম নেতা রবীন মণ্ডল

প্রয়াত হলেন সিপিএম নেতা রবীন মণ্ডল। মঙ্গলবার সকালে বাগুইআটির বাসভবনে মারা যান তিনি।

রবীন মণ্ডল।

রবীন মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২১ ২৩:১৮
Share: Save:

প্রয়াত হলেন সিপিএম নেতা রবীন মণ্ডল। মঙ্গলবার সকালে বাগুইআটির বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন রবীন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। সেই ক্যানসারে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মৃত্যু হল তাঁর।

১৯৬৯ সালে প্রথমবার রাজারহাট কেন্দ্র থেকে বিধায়ক হন। কিন্তু ৭১ ও ৭২ সালে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন। কিন্তু ১৯৭৭–১৯৯৬ সাল পর্যন্ত ৫ বার নিরবিচ্ছিনভাবে রাজারহাট কেন্দ্রের বিধায়ক ছিলেন রবীন। ১৯৯৬-২০০১ সালে বিধানসভায় বামফ্রন্টের মুখ্যসচেতক হয়েছিলেন তিনি। ২০০১ সালে তৃণমূলের তন্ময় মণ্ডলের কাছে পরাজিত হন। কিন্তু ২০০৬ সালে আবারও জিতে বিধানসভায় ফেরেন। কিন্তু ২০১১ সালে নবগঠিত রাজারহাট গোপালপুর বিধানসভায় পূর্ণেন্দু বসুর কাছে পরাজিত হন। সেই থেকেই সক্রিয় রাজনীতি থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রবীন। এই সময়েই ক্যানসারে আক্রান্ত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death CPIM Rabin Mondal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE