Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Calcutta High Court

অভিষেককে শহিদ মিনারে সভার অনুমতি কী করে? ডিএ আন্দোলনকারীদের আপত্তি শুনবে হাই কোর্ট

ডিএ আন্দোলনকারীদের আইনজীবী প্রশ্ন তোলেন, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

photo of abhishek banerjee.

অভিষেকের সভার বিরোধিতা করে হাই কোর্টে গেলেন ডিএ আন্দোলনকারীরা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১১:২২
Share: Save:

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। বুধবার ধর্মতলায় শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ রয়েছে। ওই সভার মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনারেই ডিএ-র দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। ওই সভার বিরোধিতা করে মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা।

তাঁদের বক্তব্য, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২টো নাগাদ শুনানির সম্ভাবনা।

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। গত শনিবার ৪৪ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে আন্দোলন জারি রেখেছেন তাঁরা। বুধবার শহিদ মিনার চত্বরে যুব তৃণমূলের সমাবেশ রয়েছে। সে-দিন তাঁরা সেখানেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণ-অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে সেখানে অভিষেকের সভার বিরোধিতা জানালেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Abhishek Banerjee DA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE