Advertisement
১৯ মে ২০২৪

হাওড়ায় ফের ডেঙ্গিতে মৃত ১

হাওড়ায় ডেঙ্গিতে ফের মৃত্যু হল এক ব্যক্তির। এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯। তার মধ্যে ৩ জন হাওড়া পুর-এলাকার বাসিন্দা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গির উপসর্গ নিয়ে গত সোমবার হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাশনগর বেহারাপাড়ার বাসিন্দা অনুপ কর (৪৪)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৯
Share: Save:

হাওড়ায় ডেঙ্গিতে ফের মৃত্যু হল এক ব্যক্তির। এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯। তার মধ্যে ৩ জন হাওড়া পুর-এলাকার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গির উপসর্গ নিয়ে গত সোমবার হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাশনগর বেহারাপাড়ার বাসিন্দা অনুপ কর (৪৪)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই শুক্রবার সকাল ১১টা নাগাদ মারা যান অনুপবাবু। ডেঙ্গিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।

এ দিন সন্ধ্যায় অনুপবাবুর মৃতদেহ বেহারাপাড়ার বাড়িতে আনা হলে ভিড় ভেঙে পড়ে এলাকাবাসীর। খবর পেয়ে আসেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস হাজরা। তিনি বলেন, ‘‘এলাকায় বাড়ি বাড়ি জ্বর হওয়ায় আমি ব্যক্তিগত উদ্যোগে ৫০০০ প্যাকেট ব্লিচিং পাউডার বাসিন্দাদের হাতে তুলে দিয়েছি। এ ছাড়া পুরসভা নিয়মিত এলাকায় মশা মারার ধোঁয়া ও তেল দিচ্ছে। তা সত্ত্বেও এমন মর্মান্তিক ঘটনা ঘটল!’’

এ দিকে, ডেঙ্গিতে হাওড়া পুর এলাকায় মৃত্যু মিছিল অব্যাহত থাকায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। এমনিতেই বর্ষার শুরু থেকে হাওড়া পুরসভা এলাকা জুড়ে অজানা জ্বরে আক্রান্ত হয়েছেন বহু লোক। পুর স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সেই পরিস্থিতি এখনও বদলায়নি। অজানা জ্বরে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। হাওড়া জেলা হাসপাতাল-সহ অন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগী। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় পুরসভা কতটা সক্রিয় ভূমিকা পালন করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। মেয়র রথীন চক্রবর্তীর অবশ্য দাবি, ‘‘পুরসভার স্বাস্থ্য দফতরের যে পরিকাঠামো রয়েছে, তা দিয়ে যতটা সম্ভব ডেঙ্গি মোকাবিলার চেষ্টা করছি আমরা। তবে পরিকাঠামো বাড়াতে আরও টাকার প্রয়োজন। পাশাপাশি, বাসিন্দাদের নিজেদেরও সচেতনতা বাড়াতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Patient Virus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE